পুলিৎজার পুরস্কার পেলেন যারা

পুলিৎজার পুরস্কার পেলেন যারা

আন্তর্জাতিক

চলতি বছরে সাংবাদিকতায় নোবেল খ্যাত পুরস্কার পুলিৎজার বিজয়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

সোমবার (১৫ এপ্রিল) নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটিতে ২০২৩ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ বছর সাংবাদিকতার জন্য পাবলিক সার্ভিস এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফি ক্যাটাগরিতে দুটি পুরস্কার পেয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। মূলত রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ নিয়ে খবর পরিবেশনের কারণে পুরস্কারটি পেয়েছে বার্তাসংস্থাটি। এ যুদ্ধ নিয়ে খবরাখবর তুলে ধরায় পুরস্কৃত হয়েছে নিউইয়র্ক টাইমসও।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুলিৎজারে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডকে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয়। এবছর সম্মানজনক অ্যাওয়ার্ডটি নিজেদের দখলে রেখেছে এপি। এছাড়া ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে পুরস্কারও পেয়েছে তারা। অপরদিকে ইন্টারন্যাশনাল রিপোর্টিং (আন্তর্জাতিক বিষয়ে প্রতিবেদন) বিভাগে সেরা হয়েছে নিউইয়র্ক টাইমস।

পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড পাওয়া এপির সাংবাদিকরা হলেন- মিসতিসলাভ চেরনভ, ইভজেনি মালোলেতকা, ভাসিলিসা স্তেপানেঙ্কো এবং লরি হিনান্ট। গত বসন্তে রাশিয়ার হামলার সময় ইউক্রেনের মারিউপোল শহরে অবস্থান করছিলেন এ চার সাংবাদিক। হামলায় শহরটিতে বেসামরিক মানুষের নিহত হওয়ার তথ্য সংগ্রহ করেছিলেন তারা।এবছর ন্যাশনাল রিপোর্টিং (জাতীয় বিষয়ে প্রতিবেদন) বিভাগে পুরস্কার পেয়েছেন ওয়াশিংটন পোস্টের প্রতিবেদক ক্যারোলিন কিচেনার। যুক্তরাষ্ট্রে গর্ভপাত নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় এ পুরস্কার পেয়েছেন তিনি। এছাড়া ওয়াশিংটন পোস্টের হয়ে ফিচার রাইটিং বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছেন এলি স্যাসলো। তবে বর্তমানে তিনি কাজ করছেন নিউইয়র্ক টাইমসে।

চলতি বছর লোকাল রিপোর্টিং (স্থানীয় বিষয়ে প্রতিবেদন) ও কমেন্টারি (মতামত) বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে আলাবামা অঙ্গরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এএল ডটকম।

লস অ্যাঞ্জেলেস টাইমসও দুটি পুলিৎজার পুরস্কার পেয়েছে। এর মধ্যে একটি ব্রেকিং নিউজ বিভাগে এভং অন্যটি ফিচার ফটোগ্রাফি বিভাগে। এছাড়া অনুসন্ধানী প্রতিবেদন বিভাগে পুরস্কার পেয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *