ভারতের ঔরঙ্গাবাদে শো করতে গিয়ে হেনস্থার শিকার হলেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। অনুষ্ঠানে গান গাওয়ার সময়ই তাকে হেনস্থা করা হয়। শুধু তাই নয়, আঘাতও পেয়েছেন গায়ক। তার ডান হাতে গুরুতর আঘাত লাগে।
মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা জনৈক ভক্ত তার হাত ধরে টানাটানি করতে থাকেন। এই ঘটনার ফলেই হাতে আঘাত পান অরিজিৎ। সেই ভক্ত এমন ভাবে তার হাত ধরে টানাটানি করছিলেন যে তিনি তার সেই হাত সোজা করতে পারছিলেন না। হাত রীতিমতো কাঁপছিল। তবুও মুখ থেকে টু শব্দটি করেননি গায়ক। শান্ত হয়েই তার সঙ্গে কথা বলতে থাকেন। বোঝান তিনি হাতে আঘাত পেয়েছেন।
মঞ্চ থেকে অরিজিৎ বলেন, আপনি যে এভাবে আমার হাত ধরে টানছেন তাতে তো আমি ব্যথা পেলাম। এখন হাত নাড়াতে পারছি না আমি। এই অবস্থায় যদি আমি গান গাইতে না পারি তাহলে আপনারা অনুষ্ঠান উপভোগ করবেন কী করে?