‘পাঠান’ মুক্তির সুযোগ করে দেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ

‘পাঠান’ মুক্তির সুযোগ করে দেয়ায় আমরা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ

বিনোদন
‘পাঠান’ সিনেমা মুক্তির সুযোগ করে দেয়ার জন্য বাংলাদেশের কাছে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস কৃতজ্ঞ। প্রতিষ্ঠানটি এক টুইটে এই কৃতজ্ঞতা জানায়।

গত ৫ মে করা টুইটে যশরাজ ফিল্মস বলে, ‘১৯৭১ সালের পর এই প্রথম কোনো হিন্দি ছবি বাংলাদেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাবে। ‘পাঠান’কে এই সুযোগ করে দেওয়ার জন্য আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।’

বিখ্যাত বলিউড সাময়িকী ফিল্মফেয়ারের পক্ষ থেকে টুইট করা হয়েছে, ‘শাহরুখ খানের ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। ১৯৭১ সালের পর এই প্রথম হিন্দি ভাষার কোনও টাইটেল সে দেশে থিয়েট্রিকাল রিলিজ পাবে।’

এদিকে, বিশ্বের প্রায় ১১০টি দেশে বলিউডের সিনেমা নিয়মিত মুক্তি পায়। তবে বন্ধুপ্রতিম প্রতিবেশী বাংলাদেশ এতদিন সেই তালিকার বাইরে ছিল। প্রায় ৫২ বছর বাদে সেই বাংলাদেশও যে হিন্দি সিনেমার জন্য তাদের দ্বার উন্মুক্ত করছে, এটাকে বলিউড খুব তাৎপর্যপূর্ণ একটি পদক্ষেপ হিসেবেই দেখছে।১৯৭১ সালে মুক্তি পাওয়া ‘কাটি পতঙ্গ’-ই হলো শেষ হিন্দি ছবি, যেটা ঢাকার সিনেমা হলে দেখানো হয়েছিল। শক্তি সামন্তের পরিচালনায় রাজেশ খান্না ও আশা পারেখের এই সুপারহিট ছবিটি ভারতে মুক্তি পায় ১৯৭১ সালের ২৯ জানুয়ারি। তবে স্বাধীনতার পর বাংলাদেশে দেশজ বাংলা ভাষার সিনেমাকে সুরক্ষা দেওয়ার যুক্তিতে বন্ধ করা হয় হিন্দি ছবির আমদানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *