টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস আইপিএলের মাঝপথে কলকাতা নাইট রাইডার্স ছেড়েছেন। জাতীয় দলের ব্যস্ততা থাকায় এমনিতেও পুরো মৌসুম দলের সঙ্গে থাকতে পারতেন না। কিন্তু পারিবারিক ইর্মাজেন্সি দেখিয়ে গত ২৮ এপ্রিল বেশ তড়িঘড়ি করেই দেশে ফেরেন তিনি।
এদিকে, টাইগার ক্রিকেটারের বদলি ঘোষণা করে দিলো নাইট রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার জনসন চার্লসকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বৃহস্পতিবার (৪ মে) এ কথা জানিয়েছে কেকেআর কর্তৃপক্ষ।
টি-টোয়েন্টি ক্রিকেটে পরিচিত মুখ চার্লস। মাস খানেক আগে ক্যারিবীয়দের হয়ে টি-টোয়েন্টিতে মাত্র ৩৯ বলে শতরান করে ক্রিস গেইলের রেকর্ড ভেঙেছেন তিনি। চার্লসকে দলে নেওয়ায় কেকেআরের ব্যাটিং লাইন-আপ আরও কিছুটা শক্তিশালী হচ্ছে বলে মনে করা হচ্ছে।
আইপিএলে পয়েন্ট তালিকায় আট নম্বরে থাকলেও এখনও প্লে-অফে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে কেকেআরের। সেই কারণে দলে নতুন বিদেশিকে নেওয়া হয়েছে।