যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে শ’খানেক গাড়ির সংঘর্ষ, নিহত ৬

যুক্তরাষ্ট্রে ধূলিঝড়ে শ’খানেক গাড়ির সংঘর্ষ, নিহত ৬

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে ধূলিঝড়ের কারণে এক ব্যস্ত হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ধূলিঝড়ের কারণে চারপাশ দৃশ্যহীন হয়ে যাওয়ায় ৯০টি গাড়ি একে অপরের সাথে সংঘর্ষ হয়।

এ ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছে এবং ৩০টিরও বেশি গাড়িচালক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইলিনয় রাজ্য পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে হাইওয়ে ৫৫তে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানায় আল জাজিরা।

মূলত হাইওয়ে ৫৫ অত্যন্ত ব্যস্ত মহাসড়ক। প্রতিদিনের মতো সোমবারও সেখান দিয়ে গাড়ি চলাচল করছিল।

স্থানীয় প্রশাসন জানায়, আচমকা সেখানে ধুলোর ঝড় শুরু হয়। তার তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে চারদিক ধুলোয় ভরে যায়। ধূলিঝড়ের কারণে চারপাশের কিছু দেখা না যাওয়ায় রাস্তায় চলন্ত গাড়িগুলো দিকভ্রান্ত হয়ে একে অপরের সাথে সংঘর্ষ করে। পরে ঘটনাস্থল থেকে ছয়টি মৃতদেহ উদ্ধার হয়। সকলেই গাড়ি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

দুর্ঘটনাস্থল থেকে ৩০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের চিকিৎসা চলছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, ৪০ থেকে ৬০টি গাড়ি দুর্ঘটনায় কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে বেশ কয়েকটি ট্রাকও আছে।

রাজ্য পুলিশ জানায়, মূলত দুটি ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষের কারণে একটিতে আগুন ধরে যায়। সেই ধোঁয়া চারপাশ আরো ঢেকে দেয়। এরপরই একের পর এক গাড়ির সংঘর্ষ ঘটে।

বিষয়টির তদন্ত চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় প্রশাসন টুইট করে বলেছে, ‘এ এক মর্মান্তিক দুর্ঘটনা। শীতের তুষার ঝড়ের মতোই ভয়াবহ ছিল এই ধুলো ঝড়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *