কোচের অনুমতি ছাড়াই সৌদি গেলেন মেসি

কোচের অনুমতি ছাড়াই সৌদি গেলেন মেসি

Uncategorized

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। গুঞ্জন রয়েছে ফিরতে পারেন বার্সেলোনায়। আবারও সৌদি আরবের ক্লাব আল হিলালও তাকে প্রস্তাব দিয়েছে। এরই মাঝে লিগের সবশেষ ম্যাচে হেরে গেছে প্যারিসিয়ানরা। সমর্থকরাও ক্ষুব্ধ। আর তখনই লিওনেল মেসি পরিবার নিয়ে গেছেন সৌদি আরবে।

যদিও কোনো ক্লাবে যোগ দিতে নয়। দেশটির পর্যটন দূত হিসেবে কাজের অংশ হিসেবে এই সফর তার। তবে এই সফরে যাওয়ার আগে নাকি পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়েরের অনুমতি নেননি আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ফরাসি সংবাদমাধ্যম লেকিপ বলছে, পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া উপদেষ্টা লুইস কাম্পোসের অনুমতি ছাড়াই সৌদি আরবে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

লেকিপ বলছে, লরাঁর বিপক্ষে ম্যাচের পরই সৌদিতে যাওয়ার অনুমিত চান মেসি। মঙ্গলবার পিএসজির ফুটবলারদের ছুটি থাকলেও গতকাল সোমবার তাদের অনুশীলনে সেশন ছিল। তাই কোচ ও ক্রীড়া উপদেষ্টা মেসির সেই আবেদন মানেননি। গালতিয়ের ও ক্যাম্পোসের কাছ থেকে অনুমতি না পেয়ে মেসি ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। মেসি সৌদিতে যান তাদের অনুমতি নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *