ঈদযাত্রায় যানবাহন দুর্ঘটনায় নিহত ৩৫৫

ঈদযাত্রায় যানবাহন দুর্ঘটনায় নিহত ৩৫৫

বাংলাদেশ
দেশে ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রাপথে ১৫ দিনে ৩৪১টি সড়ক দুর্ঘটনায় ৩৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। এছাড়া আহত হয়েছেন ৬২০ জন মানুষ।

মঙ্গলবার (২ মে) রাজধানীতে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি আয়োজিত ‘ঈদযাত্রায় দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

ঈদযাত্রা শুরুর দিন ১৫ এপ্রিল থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময় ২৯ এপ্রিল পর্যন্ত ১৫ দিনে দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে প্রাপ্ত তথ্য মতে, শুধু সড়ক-মহাসড়কে ৩০৪টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩২৮ জন আর আহত হয়েছে ৫৬৫ জন।

উল্লিখিত সময়ে রেলপথে ২৭টি ঘটনায় ২২ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। নৌপথে ১০টি দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২২ জন নিখোঁজ রয়েছেন।প্রতিবেদনে দেখা যায়, এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৬৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত, ১২০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৫৪ দশমিক ৩ শতাংশ, নিহতের ৫১ শতাংশ এবং আহত ২১ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *