এশিয়ায় সবচেয়ে বেশি বাল্যবিবাহ বাংলাদেশে

এশিয়ায় সবচেয়ে বেশি বাল্যবিবাহ বাংলাদেশে

বাংলাদেশ

বাল্যবিবাহ প্রতিরোধে নানা উদ্যোগ সত্ত্বেও দেশে এখনো ৫১ শতাংশ নারীকে ১৮ বছর পেরোনোর আগেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে। বাল্যবিবাহের এই হার এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গতকাল রোববার রাজধানীর গুলশানে সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

স্টেট অব ওয়ার্ল্ড পপুলেশন-২০২৩ ‘এইট বিলিয়ন লাইভস, ইনফিনিটি প্রসিবিলিটিস দ্য কেস ফর রাইটস অ্যান্ড চয়েজেস’ শীর্ষক প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেনটিভ ক্রিশ্চিন ব্লুখস বলেন, সংখ্যাতাত্ত্বিক দিক থেকে জনসংখ্যাকে না দেখে, জনসংখ্যার মানদণ্ডকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশে যে জনসংখ্যা রয়েছে, তারা তাদের সব কটি অধিকার পাচ্ছে কি না; যেমন প্রজনন স্বাস্থ্যসেবা, সবরকম স্বাস্থ্যসেবা পাচ্ছে কি না, চাকরির বাজারে তারা কাজের সুযোগ পাচ্ছে কি না, লেখাপড়ার সুযোগ পাচ্ছে কি না।

জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নতুন প্রতিবেদন অনুযায়ী, প্রতি লাখে সন্তান জন্ম দিতে গিয়ে ১২৩ জন মা মারা যান। সরকারি হিসাবে, প্রতি লাখে সন্তান জন্ম দিতে গিয়ে ১৬৮ জন মা মারা যান।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ১৫ থেকে ১৯ বছরে ১ হাজার বালিকার মধ্যে ৭৪ জন কিশোরী গর্ভধারণ করেন। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে দ্রুত সন্তান ধারণের কারণে বিদ্যালয় থেকে ঝরে পড়ছে।

ইউএনএফপিএর প্রতিবেদন বলছে, ২০২৩ নাগাদ বাংলাদেশের জনসংখ্যা ১৭ কোটি ৩০ লাখ। সরকারি তথ্যে বাংলাদেশের শুমারি অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *