ম্যাচের ১৭তম মিনিটের মধ্যে জোড়া গোল করলেন করিম বেনজেমা। হ্যাটট্রিক পূরণ করলেন প্রথমার্ধেই। ফরাসি তারকার আলো ছড়ানো দিনে আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতল সহজেই।
ঘরের মাঠে লা লিগায় শনিবার ৪-২ গোলে জিতেছে রিয়াল। বেনজেমার হ্যাটট্রিক ছাড়াও লস ব্লাঙ্কোসদের হয়ে অন্য গোলটি করেন রদ্রিগো। আলমেরিয়ার পক্ষে একটি করে গোল করেছেন মার্কেস ও লুকাস রবারটন।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান ৮-এ নামিয়ে এনেছে রিয়াল। তবে রাতেই ব্যবধান ফের ১১ করার সুযোগ রয়েছে কাতালানদের সামনে। যারা এদিন রিয়াল বেতিসের মুখোমুখি হবে।
বেনজেমার এদিনের হ্যাটট্রিকটি এ মাসে তার তৃতীয় হ্যাটট্রিক।