‘মহানগর ২’ ও দর্শকদের কথা

‘মহানগর ২’ ও দর্শকদের কথা

বিনোদন

সম্প্রতি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’র দ্বিতীয় সিজন। আশফাক নিপুণের পরিচালনায় এর প্রধান চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শ্যামল মাওলা, আফসানা মিমি, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাস, তানজিকা আমিন, দিব্য জ্যোতি, নওশাবা আহমেদসহ অনেকে। সিরিজে চমক হিসেবে উপস্থিত হয়েছেন কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

মুক্তির ৯ দিনেই ‘মহানগর ২’ দর্শকদের মন জয় করে নিয়েছে। গত সিজনের মতো এবারও সিরিজটি নিয়ে চলছে নানা আলোচনা। জানা গেছে, দর্শকপ্রিয়তার কথা ভেবে এর তৃতীয় পর্ব নির্মাণে হাত দিয়েছেন আশফাক নিপুণ। গেল ক’দিন ধরে ‘মহানগর ২’ নিয়ে ফেসবুকে চলছে তুমুল আলোচনা। অনেকে আবার এই নির্মাতাকে ‘সাহসী’ পরিচালকের তকমাও দিয়েছেন। দর্শকদের তেমন কিছু কথাই সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো দৈনিক আমাদের সময় অনলাইন’র পাঠকদের জন্য।

মোহাম্মদ সজিব হোসেন নামে একজন ফেসবুকে লিখেছেন, ‘সিরিজ দেখার সময় দুইটা কথা মাথায় এসেছে। ১. পরিচালকের খবর আছে। ২. সিরিজ নিয়ে একটা ফাটাফাটি হবে।’মো. তানভীর রহমান তৌকির লিখেছেন, ‘যারা চলমান সময়ের রাজনীতি নিয়ে বানানো রাজনৈতিক থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা অতি সুখাদ্য। এটাকে পলিটিক্যাল ক্রাইম থ্রিলার বলা যায়। আশফাক নিপুণকে ধন্যবাদ সাহস করে এমন সিরিজ বানানোর জন্য। এ ধরনের সিরিজ বাংলাদেশে খুব কম হয়। নিপুণ খুব সাবধানে পা ফেললেও আড়াল করেননি কিছুই। এই সিজনে মলয় না থাকলেও সুকুমার (বৃন্দাবন দাস) সেটা পূরণ করে দিয়েছে। আমার পছন্দ হয়েছে চরিত্রটি। স্পয়লার: এই সিজনে নারায়ণগঞ্জ ফিল পাবেন। “খেলা হবে” সিজন ৩-এ।’

মীর মো. রাকিব হোসেন নামে একজন তার কথায় বলতে চেয়েছেন নির্মাতার সাহসিকতার কথা। তার ভাষায়, ‘আমরা এখন বাংলা চলচ্চিত্রের ইতিহাস ঘাটলে জহির রায়হানের “জীবন থেকে নেয়া”কে সবচেয়ে শক্তিশালী ছবি বিবেচনা করি। কারণ, সময়ের শক্তির অন্যায়ের প্রতিবাদ এমনভাবে আর কেউ কখনো করতে পারেনি। তুমি কি করছ, তোমার অন্যায় কি? সেটা আমরা আজকাল বন্ধুকেও বলতে পারি না। যদি সম্পর্ক নষ্ট হয়ে যায়, ইফতারে দাওয়াত না দেয়। সেখানে নিপুণ ভাই অনেক বড় দলিল তৈরি করলেন। আরও অনেক অনেক বছর পরও হয়তো ওটিটি কনটেন্টের হিসাব ঘাটলে “মহানগর” থাকবে প্রথমদিকে।’

বর্তমান সময়ের আলোচিত অভিনেতা নাসির উদ্দিন খান লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় লম্বা লম্বা সাহসী কথা অনেকেই বলতে পারে। আমি, আপনি, আশফাক নিপুণ সবাই। কিন্তু কাজে কর্মে সাহসী খেইল দেখাতে পারে কয়জন! সেই খেইলটাই দেখিয়েছে, আমার চাটগাঁইয়া ভাই আশফাক নিপুণ। অসাধারণ নির্মাণ, দেখতে হবে, বলে বোঝানো যাবে না।’

জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি। ছেলে দিব্যর অভিনয় দেখে মুগ্ধ হয়ে তিনি লিখেছেন, ‘ওহ! মাসুম! আমি এতদিন ধরে অভিনয় করি। অভিনয় নিয়ে গভীর/হালকা সবকিছুই সম্যক একটা ধারনা আমার আছে। অথচ “মহানগর-২” দেখতে যেয়ে, এই আমিই এত বোকা হয়ে গেলাম? বারবারই ভেঙে পড়েছি! অভিনয়টা, অভিনয় মনে হয়নি! কলিজা কেঁপে গেছে বাবা…। “মহানগর-২”, আশফাক নিপুণ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *