বিশ্বের বিভিন্ন দেশে কর্তৃত্ববাদের উত্থানের নিন্দা জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, গণতান্ত্রিক দেশগুলোকে অবশ্যই বাণিজ্য ও পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদের নীতি বাস্তবায়ন করতে হবে। শুক্রবার (২৮ এপ্রিল) নিউইয়র্ক সিটি ভিত্তিক থিংক ট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশনস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খবর আল-জাজিরার।
সমমনা গণতান্ত্রিক দেশগুলোর উদ্দেশে কানাডার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি এগিয়ে না যাই, তাহলে অন্য শক্তিগুলো হস্তক্ষেপ করবে। সময়ের চাহিদা মেটাতে সমমনা গণতান্ত্রিক, বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।’
প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও চীনের মতো দেশগুলোর নিন্দা জানিয়ে দেওয়া এক ভাষণে কানাডার প্রধানমন্ত্রী অর্থনৈতিক প্রণোদনার মাধ্যমে মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার জোরদার করার জন্য মিত্রদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, ‘ভুল পথে চলা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমরা শুধু অপসারণ, শাস্তি বা বিচ্ছিন্ন করতে পারি না। উদাহরণস্বরূপ, আমরা কেবল বলতে পারি না যে আমরা চাই যে আমাদের সংস্থাগুলো চীন থেকে কেনা গুরুত্বপূর্ণ খনিজগুলোর পরিমাণ বিশেষভাবে নিয়ন্ত্রণ করুক।’