বঙ্গবাজার নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে ঈদের জামাতের ব্রিফিং শেষে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, বঙ্গবাজারে দশতলা ভবন হওয়ার যে পরিকল্পনা ছিল সেটা নিয়ে আরও কাজ আছে। ব্যবসায়ীদের সাথে বসব। প্রধানমন্ত্রীর কিছু দিকনির্দেশনা থাকবে। পুরনো পরিকল্পনা হয়তো থাকবে না। নতুন করে সাজানো হবে বঙ্গবাজার।