আজ সন্ধ্যায় দিল্লির ফিরোজ শাহ কোটলার মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ম্যাচ।
এই ম্যাচের আগে দুটি আগাম জল্পনা এপার-ওপার বাংলার ক্রিকেট অনুরাগীদের চিন্তিত রেখেছে। দিনাজপুরের ছেলে ২৮ বছরের লিটন কুমার দাস কী কেকেআর দলে জায়গা পাবেন? আফগানিস্তান জাত উইকেটকিপার গুরবাজ আলি পরপর দুটি ম্যাচে ব্যাটিং ব্যর্থতার শিকার। লিটন কিপিং করেন, দক্ষ ব্যাটার। তাঁর দলে না আসার কোনো কারণ নেই। ভারতের জগদিশন যদি উইকেট রক্ষা করেনও তাহলেও শুধু ব্যাটার হিসেবে লিটন দলে আসতে পারেন।
আরেক বাংলাদেশি সাকিব আল হাসানের বদলি হিসেবে আসা ইংল্যান্ডের জেসন রয় এখনও নাইট রাইডার্স দলে জায়গা পাননি। জেসনও আজ দলে ঢুকতে পারেন। লিটন ছাড়া আজ নজরে থাকবেন উত্তরপ্রদেশের আলিগড়ের রিঙ্কু।