বাস টার্মিনালগুলোতে যাত্রীর ভিড় নেই

বাস টার্মিনালগুলোতে যাত্রীর ভিড় নেই

বাংলাদেশ

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে নগরবাসী। গাবতলী, মহাখালী ও সাদাবাদ বাস টার্মিনালগুলো থেকে নির্দিষ্ট সময় বিভিন্ন গন্তব্যে একের পর বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে টিকিট কাউন্টার গুলোতে যাত্রীর চাপ নেই। অনলাইনে আগেভাগে টিকিট কেটে রাখায় সব রুটের যাত্রীরা নির্দিষ্ট সময় বাস কাউন্টারে এসেই বাসে উঠে পড়ছেন। কাউকে টিকিটের জন্য ছোটাছুটি করতে হয়নি। এ কারণে বাস টার্মিনাল ও বাস কাউন্টারগুলো বেশ ফাঁকা রয়েছে।

এদিকে ঢাকা ছেড়ে যাওয়া যানবাহনের কারণে সব সড়ক-মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা-গাজীপুর মহাসড়কে বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকেই যানবাহনের চাপ বেড়েছে।

সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে ঢাকা ছাড়ছে নগরবাসী। গাবতলী, মহাখালী ও সাদাবাদ বাস টার্মিনালগুলো থেকে নির্দিষ্ট সময় বিভিন্ন গন্তব্যে একের পর বাসগুলো ছেড়ে যাচ্ছে। তবে টিকিট কাউন্টার গুলোতে যাত্রীর চাপ নেই। অনলাইনে আগেভাগে টিকিট কেটে রাখায় সব রুটের যাত্রীরা নির্দিষ্ট সময় বাস কাউন্টারে এসেই বাসে উঠে পড়ছেন। কাউকে টিকিটের জন্য ছোটাছুটি করতে হয়নি। এ কারণে বাস টার্মিনাল ও বাস কাউন্টারগুলো বেশ ফাঁকা রয়েছে।এদিকে ঢাকা ছেড়ে যাওয়া যানবাহনের কারণে সব সড়ক-মহাসড়কেও যানবাহনের চাপ বেড়েছে। কোথাও কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে, ঢাকা-গাজীপুর মহাসড়কে বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকেই যানবাহনের চাপ বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *