ঈদযাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ নেই : বিআরটিএ

ঈদযাত্রায় বাড়তি ভাড়ার অভিযোগ নেই : বিআরটিএ

বাংলাদেশ
বিআরটিএ সদর কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুম থেকে ১৩০টি ক্যামেরার মাধ্যমে যেসব জায়গায় যানজট হয় সেসব জায়গায় মনিটরিং করছি। কোথাও যানজট হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি।

আজ বুধবার গাবতলী টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

এ সময় তিনি বলেন, ‘গত দুই তিন দিন আমাদের কাছে যে তথ্য আছে তাতে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে নেই। এমনকি অতিরিক্ত ভাড়া আদায়েরও তেমন কোন অভিযোগ আমাদের কাছে নেই।’তিনি আরো বলেন, ‘মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের একটা সভা হয়েছে। যেখানে সকল জেলার প্রশাসক, সকল বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সচিববৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদযাত্রা যেন এবার নির্বিঘ্নে হয় এজন্য ঢাকার ২০টি পয়েন্টসহ গুরুত্বপূর্ণ ৪৬টি পয়েন্ট নির্ধারণ করে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করেছি। যানজটপূর্ণ পয়েন্ট সেখানে দুই শিফটে ম্যাজিস্ট্রেট নিয়োগ আছে। আমাদের মনিটরিং টিমও কাজ করছে।’

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘বাস টার্মিনালগুলো ঘুরে দেখলাম যাত্রীদের ওরকম ভিড় নেই। লম্বা ছুটির কারণে যাত্রীদের বাড়ি ফেরায় তাড়াহুড়ো কম। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঈদের আগে ও পরে সাত দিন রাস্তায় থাকবেন, যাতে কোন ধরনের কোন সমস্যা না হয়।’

আনফিট গাড়ির বিআরটিএ চেয়ারম্যান বলেন, ‘ঈদ যাত্রায় কিছু আনফিট গাড়ি রাস্তায় নামানোর প্রবণতা আছে। এজন্য আমরা মালিকদেরকে নিয়ে মিটিং করেছি। আইজিপি মহোদয়কে নিয়েও মিটিং হয়েছে, যাতে কোন আনফিট গাড়ি রাস্তায় না আসতে পারে। গার্মেন্টসের আনফিট গাড়িও যেন দূর পাল্লায় না যায়, সেজন্য তাদের সঙ্গে আমরা সভা করেছি। একটা প্রাণও যেন না যায় সেজন্য আমরা সব ধরনের সতর্কতা নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *