চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা জুটির ‘কিল হিম’ সিনেমা। অ্যাকশন ঘরানার এ ছবিটি ঈদে মুক্তিতে আর বাধা থাকছে না।
ছবি সংশ্লিষ্টরা জানিয়েছেন, সোমবার বিকেলে ছবিটি আনকাট সেন্সর পায়।মঙ্গলবার ছাড়পত্র হাতে পাওয়া যাবে।ক’দিন আগেই প্রকাশ পেয়েছে এমডি ইকবাল পরিচালিত ‘কিল হিম’র টিজার। মুক্তি পাওয়া টিজারটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন এই নায়ক।
তবে অনন্ত জলিল আশাবাদ ব্যক্ত করে বলেন, আপনারা এক মিনিটের টিজার দেখেছেন, কিন্তু আগামীতে ২ মিনিটের ট্রেলার আসছে। সেই ট্রেলার দেখলে মুগ্ধ হয়ে যাবেন!
অনন্ত জলিল জানান, এটি অ্যাকশন ধাঁচের ছবি। এর জন্য আলাদা করে মার্শাল আর্ট শিখেছেন। বর্ষা ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন।
‘কিল হিম’-এ অনন্ত-বর্ষা ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ।