প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন লিটন দাস। বাংলাদেশি এই ব্যাটার দলের সঙ্গে যোগ দেওয়ার পর একটি ম্যাচও খেলেছে কলকাতা। তবে সেই ম্যাচে অভিষেক হয়নি লিটনের। একাদশে জায়গা পেতে লিটনের লড়াই রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে।
রোববার (১৬ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে কলকাতা। শেষ দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় মুম্বাইয়ের বিপক্ষে লিটনের অভিষেক হওয়ার সম্ভাবনা বেড়েছে। ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া মনে করছেন গুরবাজের জায়গায় লিটনকে নয়, জেসন রয়কে খেলাবে কলকাতা। কলকাতার হয়ে এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৯৪ রান করেছেন গুরবাজ।
তবে শেষ দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় মুম্বাইয়ের বিপক্ষে গুরবাজ বাদ পড়বেন বলে মনে করেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আমার মনে হয় গুরবাজকে এখন বাদ দেওয়া উচিত। আমার মন বলছে লিটন দাসকে খেলাও। তবে মনে হচ্ছে জেসন রয়কে সুযোগ দেবে। জেসন রয়ের সঙ্গে নারায়ণ জাগদিশান ওপেন করলে জাগদিশান উইকেটকিপিং করতে পারে।’