আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ফের ইসরায়েলি বাহিনীর হামলা

আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ফের ইসরায়েলি বাহিনীর হামলা

আন্তর্জাতিক
আল আকসা মসজিদ কমপ্লেক্সে ফিলিস্তিনি মুসল্লিদের উপর ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইবাদত করতে আসা মুসল্লিদের উপর তারা গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ইসরায়েলি বাহিনী মুসল্লিদের আল আকসা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে।

আল জাজিরার খবরে আরও জানানো হয়েছে, আল আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক।

বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের পর অবরুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

এছাড়া নাবলুসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছেন। হেবরনের উত্তর সিটি সংলগ্ন বাইত উমরেও হামলার ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের ফলে বাইত উমরে বহু ফিলিস্তিনি শ্বাসকষ্টে ভুগছেন। সংঘর্ষ হয়েছে জেনিন এবং বেথেলহেমেও।

সারা পৃথিবীর মধ্যে পবিত্রতম জায়গাগুলোর একটি হলো আল আকসা। এ নিয়ে বহু বছর ধরেই সংঘাত-সংঘর্ষ চলে আসছে।

এদিকে এই রমজানে আবারও আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে তুরস্কে। ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব লীগ। ২২ দেশের আঞ্চলিক জোটটির এক জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়।

এছাড়া ঘটনার নিন্দা জানিয়ে মালয়েশিয়া বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড বেআইনি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবিও জানিয়েছে দেশটি।

খবর : আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *