স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে লক্ষ্মীপুরে প্রামাণ্যচিত্র, পদ্মা সেতুর উদ্বোধনী পর্ব প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকালে স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। পরে বেলুন ও পায়রা উড়ানো শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া প্রমুখ।
এদিকে, শহরের মুজিব চত্বরে প্রায় ৩’শ পায়রা উড়িয়ে আনন্দ উৎসব উদযাপন করেন আমরা ক’জন মুজিব সেনা নামে একটি সংগঠন। এতে নেতৃত্ব দেন সাবেক ছাত্র নেতা ও সংগঠনটির প্রতিষ্ঠাতা এএফএম জসীম উদ্দিন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উদ্যোগে শহরের চকবাজার এলাকা থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে অনুষ্ঠানস্থলে যোগ দেন নেতাকর্মীরা।