‘সতীর্থ’ রমিজকে পিসিবি’র পদে দেখতে চান না আকিব

‘সতীর্থ’ রমিজকে পিসিবি’র পদে দেখতে চান না আকিব

খেলাধুলা
এক সময় পাকিস্তান জাতীয় দলে সতীর্থ ছিলেন দু’জন। কিন্তু সময়ের ব্যবধানে আর রাজনীতির গ্যাঁড়াকলে এখন যেন বিপরীতমুখী অবস্থানে রমিজ রাজা ও আকিব জাভেদ। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ছায়াতলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হন রমিজ।

সম্প্রতি ইমরান ক্ষমতা হারানোয় রমিজের পিসিবির পদে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। শোনা যাচ্ছে, রমিজ নিজ থেকে দায়িত্ব ছাড়বেন না। তবে তার সাবেক সতীর্থ আকিব জাভেদ মনে করেন, পদত্যাগই করা উচিত রমিজের।

সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, রমিজকে আর চেয়ারম্যান পদে দেখতে চাইছেন না আকিব। লাহোর কালান্দার্সের হেড কোচের দায়িত্বে থাকা সাবেক এই ডানহাতি পেসার বলেন, ‘যেভাবে ইমরান খানকে সহায়তা করেছে রমিজ, তা বিবেচনায় আমার মনে হয় তার পদত্যাগ করা উচিত।’

রমিজের উত্তরসূরি হিসেবে সাবেক চেয়ারম্যান নাজাম শেঠির নাম শোনা যাচ্ছে। নাজামের সঙ্গে নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দহরম-মহরম সম্পর্ক।

আকিব বলেন, ‘আমি মনে করি, নাজাম শেঠি অথবা জাকা আশরাফের সম্ভাবনা উজ্জ্বল। পূর্বে পিসিবি দায়িত্বে থেকে ভালো কাজ করেছিলেন তারা।’

সম্প্রতি পাকিস্তানে জুনিয়র লীগ চালু করার সিদ্ধান্ত নিয়েছেন রমিজ রাজা। দেশের হয়ে ২৩৪ আন্তর্জাতিক উইকেট নেয়া আকিব এই সিদ্ধান্তেরও সমালোচনা করলেন। তিনি বলেন, ‘পিসিবির উচিৎ সর্বপ্রথম পিএসএলকে একটি সফল প্রজেক্টে রূপান্তরিত করা এরপর অন্য দিকে চোখ দেয়া। এখনও পিএসএল সংশ্লিষ্ট অনেক বিষয় আছে যেগুলোতে মনোযোগ দেয়া প্রয়োজন।

ভারত ও শ্রীলঙ্কার মতো দেশগুলো তরুণদের জন্য তিন দিনের টুর্নামেন্ট আয়োজন করছে। অস্ট্রেলিয়াতেও গ্রেড-ক্রিকেটকে গুরুত্ব দেয়া হয়। সেখানকার ছেলেরা লাল বলে প্রচুর ক্রিকেট খেলে। যা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে সহায়তা করে ওদের। কারণ ইতিমধ্যেই তারা অনেক টেস্ট খেলে ফেলেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *