নেদারল্যান্ডসে ইনভিক্টাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি বললেন, গোটা বিশ্ব একসাথে ইউক্রেনের সাথে আছে। তিনি বলেন, ‘আপনারা জানেন আমরা আপনাদের সাথে আছি। গোটা বিশ্ব একসাথে আপনাদের সাথে আছে।’
এই খেলার আয়োজনে ইউক্রেনের দলও অংশ নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আহত সেনাদের জন্য খেলতে বিশেষ অনুমতি দিয়েছেন।
এসময় ইউক্রেন দলের সাথে হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল দেখা করেছেন। আবেগঘন বার্তায় তাদের বলেছেন, সবাই তাদের পাশে আছে।
হ্যারি বলেন, ‘আপনাদের সাহস ও এখানে আসার সিদ্ধান্ত, আজকের রাতে কোনও কিছুই অতিরঞ্জিত নয়।’ এসময় হ্যারি আরও জানান, এটুকুই যথেষ্ট নয় ইউক্রেনের জন্য আরও বেশি কিছু করা দরকার।
সূত্র: বিবিসি