ম্যানচেস্টার ইউনাইটেডে প্রত্যাবর্তনটা শিরোপা উল্লাসে রাঙাতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে রেড ডেভিলসদের ট্রফি জয়ের আর কোনো সুযোগ নেই। এমনকি প্রিমিয়ার লিগে সেরা চারে থাকা নিয়ে শঙ্কায় ম্যানইউ। ৩০ ম্যাচে ১৪ জয়, ৯ ড্র ও ৭ হারে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে ক্লাবটি। সমান ম্যাচ শেষে চারে থাকা টটেনহামের সঙ্গে তাদের পয়েন্ট ৩।
যেহেতু সুযোগ আছে, তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাওয়ার কথা বলেছেন রোনালদো।
ম্যানইউর মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে পর্তুগিজ যুবরাজ লিখেছেন, ‘ব্যক্তিগত অর্জনগুলোকে সর্বদা স্বাগত; কিন্তু যখন কেউ সম্মিলিত জয়ের সঙ্গে যুক্ত থাকে তখন তাদের মূল্য অনেক বেশি হয়। মৌসুমের শেষ অবধি লড়াই করার জন্য এখনও অনেক কিছু রয়েছে। যে লক্ষ্যগুলো অর্জন করা সম্ভব এবং নাগালের মধ্যে রয়েছে তা আমরা ছেড়ে দিতে পারি না। আসো শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করি! চলো এগিয়ে যাই, ডেভিলস।