৩২ সেকেন্ডেই গোল, তবুও জয় পেলো না জুভেন্টাস

৩২ সেকেন্ডেই গোল, তবুও জয় পেলো না জুভেন্টাস

খেলাধুলা
ক্রিস্টিয়ানো রোনালদোর প্রস্থানের পর কি রং হারিয়েছে জুভেন্টাস? পর্তুগিজ সুপারস্টারের অভাব আদৌ পূরণ করতে পারবে পাওলো দিবালারা?

সে প্রয়াসেই ৭১৮ কোটি টাকা খরচ করে দুসান ভ্লাহোভিচকে দলে ভিড়িয়েছে তুরিনের বুড়িরা। সার্বিয়ান স্ট্রাইকার চ্যাম্পিয়নস লীগে নিজের অভিষেকটাও রাঙালেন দুর্দান্তভাবে। ম্যাচ শুরুর ৩২ সেকেন্ডে দলকে এনে দিলেন লিড।

তবে ঝড়ের আভাস দিয়ে বাকি সময়ে ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় জুভেন্টাস; বরং এক গোল হজম করে পয়েন্ট খুইয়েছে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল। মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে ভিয়ারিয়ালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জুভেন্টাস।

শুরুতেই গোল করে দারুণ কিছুর আভাস দেয়া জুভেন্টাস পারেনি ম্যাচে আধিপত্য দেখাতে। ঘরের মাঠে ৫৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের গোলবারের উদ্দেশ্যে মোট ৯টি শট নেয় ভিয়ারিয়াল। যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি। অপরদিকে ৪৫ শতাংশ বল দখলে রাখা জুভেন্টাস ৭টি শটের ২টি লক্ষ্যে রাখে। ম্যাচ শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই এগিয়ে যায় জুভেন্টাস।

মাঝমাঠ থেকে দানিলোর লম্বা করে বাড়ানো বল ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে দুসান ভ্লাহোভিচের ডান পায়ের শট দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়। চ্যাম্পিয়নস লীগে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ভ্লাহোভিচ। আগের রেকর্ডটি ছিল সাবেক জার্মান মিডফিল্ডার আন্দ্রেয়াস মোলারের (৩৮ সেকেন্ড)।

আলেস্সান্দ্রো দেল পিয়েরোর (২০ বছর ৩০৮ দিন) পর জুভেন্টাসের দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লীগে অভিষেকে গোল করলেন সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচ (২২ বছর ২৫ দিন)। ১৯৯৭ সালের অক্টোবরের পর এই প্রথম চ্যাম্পিয়নস লীগের ম্যাচে প্রথম মিনিটে গোল পেল জুভেন্টাস। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন দেল পিয়েরো।

আর ২০১৩ সালের এপ্রিলের পর চ্যাম্পিয়নস লীগের নকআউট পর্বের ম্যাচে দ্রুততম গোল এটি। সেবার জুভেন্টাসের বিপক্ষেই বায়ার্ন মিউনিখের হয়ে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন ডেভিড আলাবা।
১৩তম মিনিটে দুর্ভাগ্যবশত সমতায় ফিরতে পারেনি ভিয়ারিয়াল। আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোর বাঁ পায়ের শট গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনিকে পরাস্ত করলেও বল পোষ্টে লাগে। দুই মিনিট পর ডানজুমার শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন স্ট্যাসনি।

২৬তম মিনিটে ভ্লাহোভিচের পাস থেকে ম্যানুয়েল লোকাতেল্লির শট ক্রসবারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে পাল্টা আক্রমণ থেকে ভালো একটি সুযোগ পেয়ে যায় সফরকারীরা। ডান দিক থেকে হুয়ান কুয়াদরাদোর ডি-বক্সে বাড়ানো বলে আলভারো মোরাতার ভলি লক্ষ্যে থাকেনি।

উল্টো ৬৬তম মিনিটে সমতা টানে ভিয়ারিয়াল। সতীর্থের দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেহো। ৮৫তম মিনিটে সুযোগ এসেছিল ভ্লাহোভিচের সামনে। কিন্তু দূর থেকে তার নেয়া শট ঝাঁপিয়ে ঠেকান ভিয়ারিয়ালের আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। আগামী ১৭ই মার্চ দ্বিতীয় লেগের খেলায় জুভেন্টাসের আতিথ্য নেবে ভিয়ারিয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *