দুবার পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে বুন্ডেসলিগার পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করল বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়নদের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলল লাইপজিগ। আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার লিগ ম্যাচটি ৩-২ গোলে জিতেছে বায়ার্ন। খেলায় দুই দফায় সমতায় ফেরার পর ইয়োশকো গভারদিওলের আত্মঘাতী গোলে হেরেছে লাইপজিগ।
ম্যাচের দ্বাদশ মিনিটে রবের্ত লেভানদোভস্কির জোড়ালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও দলকে বিপদমুক্ত করতে পানেননি। আলগা বল ফাঁকায় পেয়ে সহজেই জালে পাঠান টমাস মুলার। ২৭তম মিনিটে খুব কাছ থেকে খেলায় ১-১ সমতায় ফেরান আন্দ্রে সিলভা। একটু পরেই দুটি সুবর্ণ সুযোগ মিস করেন বায়ার্ন। ৪৪তম মিনিটে লেভানদোভস্কিই দলকে আবার এগিয়ে নেন।
ঠেকানোর কোনো সুযোগই পাননি গোলরক্ষক। ফলে আত্মঘাতী গোলে হার। এই নিয়ে লিগে টানা তিন ম্যাচ জিতল বায়ার্ন। ২১ ম্যাচে ১৭ জয় ও এক ড্রয়ে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এক ম্যাচ কম খেলা বরুশিয়া ডর্টমুন্ড ৪৩ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। গতবারের রানার্সআপ লাইপজিগ ২১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।