ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ই ডিসেম্বর শুরু

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১১ই ডিসেম্বর শুরু

দেশজুড়ে
আগামী ১১ই ডিসেম্বর থেকে চারদিনব্যাপী শুরু হচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী ৫৫ হাজার ৪৯ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী তিন লাখ ১৮ হাজার ৭৫০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে কেন্দ্রীয় এডভোকেসি এবং সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এসব তথ্য জানানো হয়। তিনি জানান, ওই কর্মসূচির দিনে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক হাজাট ৪৮৭ টি কেন্দ্রের মাধ্যমে দুই হাজার ৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে।

বাংলাদেশ সরকারের সরবরাহ করা এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই সাংবাদিকদের নিকট আবেদন জনগণকে গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়ে নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *