পদত্যাগের ৪ দিন পর প্রধানমন্ত্রী পদে ফিরলেন অ্যান্ডারসন

পদত্যাগের ৪ দিন পর প্রধানমন্ত্রী পদে ফিরলেন অ্যান্ডারসন

আন্তর্জাতিক
সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার ১২ ঘণ্টার মাথায় পদত্যাগ করা ম্যাগডালেনা অ্যান্ডারসন আবার স্বপদে ফিরেছেন।

সোমবার (২৯ নভেম্বর) পুনরায় অনুষ্ঠিত ভোটে সামান্য ব্যবধানে জয়ী হন অ্যান্ডারসন। আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের আগ পর্যন্ত দেশটির নবগঠিত একদলীয় সরকারের নেতৃত্ব দেবেন তিনি।

গত ২৪ নভেম্বর সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে নির্বাচিত হন তিনি। সুইডেনই একমাত্র নর্ডিক দেশ যেখানে এখন পর্যন্ত কোন নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেননি।

তবে দায়িত্ব গ্রহণের ১২ ঘণ্টা পরই পদত্যাগ করেন তিনি। অ্যান্ডারসন নির্বাচিত হওয়ার পরেই পার্লামেন্টে কোয়ালিশন সরকারের বাজেট বিল উত্থাপিত হয়।

পার্লামেন্ট কর্তৃক এ বিল পাস না হওয়ায় কোয়ালিশন ত্যাগ করার ঘোষণা দেয় গ্রিন পার্টি। এরপরই স্পিকারের কাছে পদত্যাগের আবেদন করেন অ্যান্ডারসন।

গত ১০ নভেম্বর পদত্যাগ করেন সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন। আগামী বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনকে সামনে রেখে আগেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপরই লোভেনের কাছ থেকে সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টির দায়িত্ব বুঝে নেন ম্যাগডালেনা অ্যান্ডারসন।

১৯৯৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গোরান পারসনের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে রাজনীতিতে নিজের ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডারসন। গত সাত বছর ধরে তিনি দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *