বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
সোমবার (২৯ নভেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ডরসির পদত্যাগের পর সিইওর চেয়ারে বসতে যাচ্ছেন টুইটারের বর্তমান চিফ টেকনিক্যাল অফিসার পরাগ আগারওয়াল।
জ্যাক ডরসি ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠার পর থেকে টুইটার এবং পেমেন্ট ফার্ম স্কয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন। নতুন সিইও আগারওয়াল ২০১১ সালে টুইটারে যোগদান করেন। ২০১৭ সালে তাকে সিটিওর দায়িত্ব দেওয়া হয়।