মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৫ অবৈধ অভিবাসী আটক

আন্তর্জাতিক
মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৯৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিন ঘণ্টার অভিযানে ১৫০ জন অভিবাসীকে জিজ্ঞাসাবাদ করা হলে তাদের মধ্যে ৯৫ জনের কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়।

আটককৃতদের মধ্যে ৫২ পুরুষ ও ৪৩ নারী। এদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানিয়েছেন কুয়ালালামপুর ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিরেক্টর স্যামসুল বদরিন মহসিন। তবে এ অভিযানে কতজন বাংলাদেশি আটক হয়েছেন তা জানা যায়নি।

আটককৃতরা বেশিরভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। এদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি না থাকায় তারা অবৈধভাবে বসবাস করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *