গত এপ্রিলে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে যায় জার্মানি। বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে ঘরের মাঠে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে চমক দেখায় নর্থ মেসিডোনিয়া।
ছয় মাস পর আবারো দলটির মুখোমুখি হয় জার্মানি। সোমবার রাতে ৪-০ গোলে নর্থ মেসিডোনিয়াকে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
‘প্রতিশোধে’র জয়ে কাতার বিশ্বকাপের টিকেটও নিশ্চিত করেছে জার্মানি। প্রথম দল হিসেবে ২০২২ বিশ্বকাপ খেলা নিশ্চিত করলো হান্সি ফ্লিকের দল।
মেসিডোনিয়ার মাঠে জোড়া গোল করেছেন টিমো ভেরনার। কাই হাভার্টজ ও জামাল মুসিয়ালা করেন একটি করে গোল। জোড়া অ্যাসিস্টে দলের জয়ে অবদান অভিজ্ঞ টমাস মুলারের।।