নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন বাপ্পা মজুমদার। এবার নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন গুণী এই সংগীতশিল্পী। গানের শিরোনাম ‘হে পাথর’।
এ গানের কথা লিখেছেন মোহসীন মেহেদী। সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার নিজেই। ভিডিওতে পারফরমও করেছেন তিনি। এর মাধ্যমে বেশ দীর্ঘ সময় পর নতুন গান প্রকাশ করলেন এ শিল্পী। গানটি প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, বেশ সুন্দর ও গোছানো কথার একটি গান।