হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইনজামামুল হক

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইনজামামুল হক

খেলাধুলা
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামামু হক হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। খবর দ্যা ডনের।

ইনজামামের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই পাক এই ক্রিকেট লিজেন্ট বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন।

এ কয়েকদিন তিনি বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।

পাকিস্তানের সফল ক্রিকেট অধিনায়কদের মধ্যে ইনজামাম সফলতম। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।

এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তার রয়েছে ১১ হাজার ৭০১ রান। টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তার সংগৃহীত রান ৮,৮২৯।

২০০৭ সালে ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার পর তিনি পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন।

বেশ কিছু দিন আফগানিস্তানের প্রধান কোচও ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইনজামাম ছিলেন পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *