ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

ভয়াবহ দাবানলে পুড়ছে গ্রিস

আন্তর্জাতিক
গ্রিসে ভয়াবহ দাবানল শুরু হয়েছে। দাবানল সামলাতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস সোমবার সতর্ক করে দিয়ে বলেছিলেন, ১৯৮৭ সালের পর এবারই সবচেয়ে ভয়াবহ তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে তার দেশ। সামনের দিনগুলোতে দেশটির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে গ্রিসে তাপপ্রবাহের এমন তীব্রতার কারণে দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে। দাউদাউ করে জ্বলছে বন। দাবানলের গ্রাসে একের পর এক গ্রাম। গ্রিসের পাত্রাসের নিকটবর্তী জিরিয়া গ্রামে  ভয়াবহ দাবানল।  মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন।

মঙ্গলবার রাত পর্যন্ত  গ্রিসের এথেন্সেসহ মোট ৮১ স্থানে দাবানল সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

দুপুর থেকে অগ্নিকাণ্ড শুরু হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। কয়েক ডজন গাড়িসহ কয়েকশ অগ্নিনির্বাপক গাড়ি আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত হেলিকপ্টার এবং বিমান দিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ফায়ার ব্রিগেডের স্থলবাহিনী কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *