ইউরোপের ১৬টি দেশ ভারতে উৎপাদিত করোনার টিকা কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার (এসআইআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ও কর্ণধার আধার পুনাওয়ালা। শনিবার তিনি বলেছেন, সুখবর আছে। তা হলো ভারতে উৎপাদিত কোভিশিল্ড টিকার স্বীকৃতি দিয়েছে ইউরোপের ১৬টি দেশ। এর ফলে তারা আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রবেশের সুযোগ দেবে।
তবে ভ্রমণ বিষয়ক নির্দেশনা দেশভেদে ভিন্ন হয়। টুইটারে আধার পুনাওয়ালা লিখেছেন, নিশ্চয়ই এটা ভ্রমণকারীদের জন্য একটি সুখবর। কারণ, ইউরোপের ১৬টি দেশ কোভিশিল্ডকে স্বীকৃতি দিয়েছে এবং তাদের দেশে প্রবেশের ক্ষেত্রে এই টিকাকে গ্রহণযোগ্য হিসেবে মেনে নিয়েছে। তবে টিকা দেয়া সত্ত্বেও কোনো দেশে প্রবেশের নির্দেশনা দেশভেদে ভিন্ন হয়।