দুই রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে

দুই রকমের টিকা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে

আন্তর্জাতিক
করোনা সংক্রমণ রোধে দুই বার দু’রকমের টিকার ব‌্যবহার ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন ভার্চুয়াল মাধ্যমে এ সতর্ক বার্তা দেন।

মিশ্র টিকা করোনার বিরুদ্ধে কতটা কার্যকরী তা নিয়ে সারাবিশ্বেই গবেষণা চলছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, দুই বার দু’রকমের টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। জার্মানি এবং ইউরোপের একাধিক দেশে ইতিমধ্যেই দু’রকমের টিকা নেয়ার নিয়ম চালু হয়েছে। ভারতে বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাক্সিন এবং স্পুটনিক-ভি টিকার ব্যবহার হচ্ছে।

এদিকে, নাগরিকদের উদ্বুদ্ধ করতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল দুই রকমের টিকা নিয়েছেন। থাইল্যান্ডও তাদের গণটিকাদান কর্মসূচির নীতি পরিবর্তন করে দুই রকম টিকা মিলিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী জানান, মিশ্র টিকার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা নেই। এই সংক্রান্ত কোনো তথ্যপ্রমাণ মেলেনি এখনও পর্যন্ত।

স্বামীনাথন বলেন, বহু মানুষ মিশ্র টিকা নেয়ার কথা ভাবছেন। এ নিয়ে অনেকেই প্রশ্ন করছেন আমাদের। জানতে চাইছেন, প্রথম টিকা এক সংস্থার নিয়েছেন, দ্বিতীয় টিকাটি অন্য সংস্থার নিতে পারেন কি না। মিশ্র টিকা নিয়ে কোনো তথ্যপ্রমাণ হাতে নেই আমাদের। তাই এই প্রবণতা বিপদ ডেকে আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *