করোনায় আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা চলবে পেরুতে

করোনায় আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা চলবে পেরুতে

আন্তর্জাতিক
পেরুতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২০ লাখ ৮০ হাজার ৭৭৭ জন এবং মারা গেছে এক লাখ ৯৪ হাজার ৩৮৭ জন।

সে দেশে করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ এবং জরুরি অবস্থার মেয়াদ আরো বাড়ানো হয়েছে। জানা গেছে, চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত দেশটিতে জরুরি অবস্থা জারি থাকবে।

পেরুর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ফ্রান্সিসকো সাগাস্তির সরকার গতকাল রবিবার এ ব্যাপারে একটি আদেশ জারি করেছে। এর আগে ২০২০ সালের মার্চ থেকে চলে আসা জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩১ জুলাই। জরুরি অবস্থার কারণে দেশটিতে রাত্রিকালীন কারফিউ জারি থাকে।

এর মধ্যে গত কয়েক মাস ধরে করোনায় পেরুর অবস্থা শোচনীয়। জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য মোতাবেক সাম্প্রতিক মাসগুলোতে পেরুতে সংক্রমণ বেড়েছে।

পেরুর শীর্ষস্থানীয় মেডিকেল শিক্ষাকেন্দ্র কায়েতানো হেরেদিয়া ইউনিভার্সিটির মহামারি বিশেষজ্ঞ সিজার কারকামো বলেন, করোনাভাইরাসে মারা গেছেন পেরুর প্রায় সব নাগরিকেরই কোনো না কোনো পরিচিত মানুষ।

সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *