ইরানে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে চরম উদ্বিগ্ন ইসরায়েল

ইরানের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন ইব্রাহিম রাইসি

আন্তর্জাতিক
ইরানের ১৩তম প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফলে এগিয়ে থেকে নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছে ইব্রাহিম রাইসি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বীকারীরা ভোট দৌড়ে পিছিয়ে থাকায় ইতোমধ্যে ইব্রাহিম রাইসিকে নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছেন।
এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন- সাইয়্যেদ ইব্রাহিম রাইসি, মোহসেন রেজায়ি, আব্দুন নাসের হেম্মাতি এবং কাজিযাদে হাশেমি।
মোহসেন রেজায়ি তার ইনস্টাগ্রামে সাইয়্যেদ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানানোর পাশাপাশি বলেন, নিঃসন্দেহে ইব্রাহিম রাইসি ইরানের জনগণের জন্য সমৃদ্ধ ও উন্নত জীবনের ব্যবস্থায় কাজ করবেন।
এদিকে ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন আর এক প্রতিদ্বন্দ্বী কাজিয়াদে হাশেমি। ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যায় ইরানের নতুন প্রেসিডেন্টের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *