দারুণ সাহসের এই গল্পটা সুন্দর সমাপ্তি পেত ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচটাতে শেষ পর্যন্ত ডেনমার্ক জিতে গেলে। ম্যাচের ৪০ মিনিটে হঠাৎ মুখ থুবড়ে মৃত্যুর মুখ থেকে ফিরে হাসপাতালে যাওয়া এরিকসনকে তাতে দারুণ উপহার দেওয়া হতো।
কিন্তু তা হয়নি, বরং উল্টোদিকে দুর্দান্ত গল্প লিখেছে এবারই প্রথম ইউরোতে সুযোগ পাওয়া ফিনল্যান্ড। কোপেনহেগেনে আজ ডেনমার্ককে ১-০ গোলে হারিয়ে ইউরো অভিষেক রাঙিয়ে দিয়েছে ফিনিশরা।
ফিনিশিংয়ে ব্যর্থতাই শেষ পর্যন্ত ড্যানিশ আর ফিনিশদের মধ্যে পার্থক্য গড়ে দিল। র্যাঙ্কিংয়ে ১০ নম্বর দল ডেনমার্ক একের পর এক দারুণ সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। একটা পেনাল্টিও মিস করেছে! উল্টো দিকে র্যাঙ্কিংয়ে ডেনমার্কের চেয়ে ৪৪ ধাপ পিছিয়ে থাকা ফিনল্যান্ড পুরো ম্যাচে বলার মতো সুযোগ তৈরিই করেছে একটি, ৫৯ মিনিটে সে সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন জোয়েল পোহইয়ানপালো।
ম্যাচের ৪০ মিনিটে মাঠে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান এরিকসন। মাঠে প্রায় ১৫ মিনিট চিকিৎসার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। উয়েফা তখন ম্যাচ স্থগিত ঘোষণা করে। এরপর ডাক্তারদের প্রাণান্ত চেষ্টার পর জ্ঞান ফেরে এরিকসেনের। উয়েফা ম্যাচটি আবার বাংলাদেশ সময় রাত ১২টা ৩০ মিনিট থেকে শুরু করার কথা জানায়। ৪৩ মিনিট থেকে আবার ম্যাচ শুরু হয়, এরিকসনের বদলি হিসেবে ডেনমার্ক মাঠে নামায় মাথিয়ান ইয়েনসেনকে।