কোপায় ব্রাজিলের অধিনায়ক নেইমার

কোপায় ব্রাজিলের অধিনায়ক নেইমার

খেলাধুলা
কোপা আমেরিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নেইমারকে অধিনায়ক করে ব্রাজিল দল ঘোষণা করেছেন কোচ টিটে। বুধবার দল ঘোষণা করেন টিটে এবং অধিনায়ক হিসেবে নেইমারের নাম জানান। এর আগে বিশ^কাপের বাছাই পর্বে মিডফিল্ডার ক্যাসেমিরো ব্রাজিলের অধিনায়কত্ব করেন। বিশ^কাপের বাছাই পর্বে খেলা দলে মাত্র একটি পরিবর্তন আনেন কোচ। বাছাই পর্বে দারুন খেলায় কোন পরিবর্তন প্রয়োজন মনে করেননি কোচ। ব্রাজিল বাছাই পর্বে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে সব কটিতেই জয়ী হয়েছে।

নেইমার ২০১৯ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি ইনজুরির কারণে। এবার তিনি অধিনায়ক হিসেবেই দলে থাকছেন। এ ছাড়া কোপা আমেরিকার দলে জায়গা পেয়েছেন চেলসির ডিফেন্ডার থিয়গো সিলভা। ৩৬ বছর বয়সী এ ডিফেন্ডার দলে জায়গা পান রড্রিগো কাইয়োর বদলে। ব্রাজিল দলে জায়গা না পাওয়া উল্লেখযোগ্য দুই খেলোয়াড় হলেন সাও পাওলোর দানি অ্যালভেজ এবং বার্সেলোনার ফিলিপ কুটিনহো।

ইনজুরির কারণেই তারা এবার দলে নেই। ব্রাজিল দলগতভাবে কোপা আমেরিকার জন্য প্রস্তত হলেও প্রতিযোগিতা আদৌ মাঠে গড়াবে কি না তা নিয়ে সংশয় রয়েই গেছে। রবিবার ব্রাজিল-ভেনিজুয়েলা ম্যাচ দিয়ে কোপা আমেরিকা শুরু হওয়ার কথা রয়েছে। তবে তার আগে ব্রাজিলের সুপ্রিম কোর্ট রায় দিয়ে জানাবে প্রতিযোগিতা ব্রাজিলে হবে কি না। প্রতিযোগিতা হওয়ার কথা ছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনায়। কিন্তু দেশ দুটিতে করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করে ব্রাজিলকে আয়োজক দেশ হিসেবে ঘোষণা করা হয়। ব্রাজিলের অবস্থাও খুব ভাল নয়। দেশটিতে করোনায় সাড়ে চার লক্ষেরও বেশী মানুষ মারা গেছেন।

ব্রাজিল দল :

গোলরক্ষক : অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভারটন।

ডিফেন্ডার : অ্যালেক্স স্যান্ড্রো, দানিলো, এমারসন, রেনান লোডি, এডার মিলিটাও, ফেলিপে, মার্কিনহোস, থিয়াগো সিলভা।

মিডফিল্ডার : ক্যাসেমিরো, ডগলাস লুইজ, এভারটন রিবেইরো, ফ্যাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েটা।

স্ট্রাইকার : এভারটন, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, রিচার্লিসন, রবার্তো ফিরমিনো ও ভিনিসিয়ুস জুনিয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *