ফিদে বিশ্বকাপ বাছাই এশিয়ান জোনাল হাইব্রিড দাবার পঞ্চম রাউন্ড শেষে বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সাড়ে ৪ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।
৪ পয়েন্ট করে নিয়ে বাংলাদেশের অপর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এবং শ্রীলঙ্কার ক্যান্ডিডেট মাস্টার লিয়ানানজে রানিনদু দিলশান যৌথভাবে আছেন দ্বিতীয়স্থানে।
৫ জুন শনিবার পঞ্চম রাউন্ডে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান হারিয়ে দেন আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে। ফাহাদ সময় সংকটের কারণে ঠিক মতো ডিফেন্স করতে ব্যর্থ হয়ে ৮৫ চালের মাথায় হেরে যান।
আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবের সঙ্গে ড্র করেন। শাকিল সাদা ঘুঁটি নিয়ে রাজীবের সিসিলিয়ান ডিফেন্সের বিরুদ্ধে ৫৭ চালে ড্র করেন। ৬ জুন রোববার ষষ্ঠ রাউন্ডের খেলায় অংশ নেবেন দাবাড়ুরা।