বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আগামীকাল’

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘আগামীকাল’

বিনোদন
কোনোরকম কর্তন বা পরিবর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত জাকিয়া বারী মম ও ইমন অভিনীত সিনেমা ‘আগামীকাল’। বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড অঞ্জন আইচ পরিচালিত সিনেমাটিকে ছাড়পত্র দেয়। আগামী কোরবানির ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা সংস্থা।

সেন্সর ছাড়পত্র হাতে পাওয়ার অনুভূতি জানিয়ে চলচ্চিত্রটির পরিচালক অঞ্জন আইচ বলেন, ‘আমি খুবই আনন্দিত। সিনেমাকে আমি সন্তানের মতো ভালোবাসি। আমার প্রথম সন্তান জন্মের সময় যেমন খুশি হয়েছিলাম, এখনো ঠিক তেমনই খুশি। আমাদের সবকিছুই পরিকল্পনামতো হয়েছে। আশা করছি ঈদে মুক্তি দেব ছবিটি। তবে হল না পেলে ঈদের পর ভালো একটি সময়ে সিনেমাটি মুক্তি দেব।’

মাসুদ মঞ্চ ইন্টারন্যাশনালের কর্ণধার অভিনেতা টুটুল চৌধুরী বলেছেন, ‘আগামীকাল’ যে ধরনের গল্পের ছবি তাতে সিনেপ্লেক্স ও সিনেপ্লেক্স টাইপ হলগুলোতে মুক্তি দিলে দর্শকরা দেখবেন। তাই আগামী ঈদে মুক্তি দিলে এই প্রেক্ষাগুলোই তাদের টার্গেটে থাকবে।

‘আগামীকাল’ সিনেমার বিভিন্ন চরিত্রে ইমন, জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন সূচনা আজাদ, আশীষ খন্দকার, শতাব্দী ওয়াদুদ, ফারুক আহমেদ, সুজাত শিমুল, টুটুল চৌধুরী, সাবেরি আলমসহ অনেকেই। সংগীত পরিচালনা করেছেন প্রয়াত সংগীতশিল্পী পৃথ্বিরাজ। এছাড়াও করোনায় মারা যাওয়া একুশে পদকপ্রাপ্ত অভিনেতা সদ্য এস এম মহসিনও সিনেমাটিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *