ফ্রান্স-ইংল্যান্ড জিতলেও পারেনি জার্মানি-নেদারল্যান্ডস

ফ্রান্স-ইংল্যান্ড জিতলেও পারেনি জার্মানি-নেদারল্যান্ডস

খেলাধুলা
সামনেই ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই। তার আগে দলগুলো নিজেদের ঝালিয়ে নিচ্ছে প্রীতি ম্যাচে। বুধবার রাতে ইউরোপে বসেছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মেলা। ইউরোর প্রস্তুতিকে সামনে রেখে মাঠে নেমে দারুণ জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। করিম বেনজেমার ফেরার ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ৩-০তে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। অস্ট্রিয়াকে হারাতে ঘাম ছুটেছে ইংল্যান্ডের। তবে জিততে পারেনি জার্মানি ও নেদারল্যান্ডস।

রিয়াল মাদ্রিদের জার্সিতে একের পর এক গোল করলেও জাতীয় দলের দরজা বন্ধই ছিল করিম বেনজেমার। কোচ দিদিয়ের দেশমের সঙ্গে সম্পর্কের উন্নতি হওয়াতেই ২০১৫ সালের পর জাতীয় দলে বেনজেমা।ফেরার ম্যাচটি অম্ল-মধুর কেটেছে তার। মিস করেছেন পেনাল্টি। একটি শট ফিরেছে পোস্টে লেগে। বেনজেমার সামনে বাঁধা হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষকও। তবে কিলিয়ান এমবাপ্পে, অঁতোয়ান গ্রিজমান ও উসমান দেম্বেলে গোল পাওয়ায় অনায়াস জয় পেয়েছে ফরাসিরা। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন গ্যারেথ বেল। ২৬ মিনিটে দশ জনের দলে পরিণত হওয়া ওয়েলস ম্যাচে তেমন সুযোগ তৈরি করতে পারেনি। প্রতিপক্ষের মাঠে প্রীতি ম্যাচে ব্যর্থতা চলছেই ওয়েলসের।

২০০৮ সালের নভেম্বরে শেষবার ডেনমার্কের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল তারা। এরপর খেলা ৯ ম্যাচেই হেরেছে ওয়েলস। ইউরো চ্যাম্পিয়নশিপে ১৬ই জুন প্রথম ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ জার্মানি। তার আগে ৯ই জুন শেষ প্রীতি ম্যাচে বুলগেরিয়ার মুখোমুখি হবেন গ্রিজমান-এমবাপ্পেরা। ইউরোর লড়াইয়ে নামার আগে ওয়েলস প্রীতি ম্যাচে মাঠে নামবে আলবেনিয়ার বিপক্ষে।

ঘরের মাঠে অস্ট্রিয়ার বিপক্ষে ইংল্যান্ড খেলেছে দর্শকের সামনে। তবে মাঠের ফুটবলে সমর্থকদের মন ভরাতে পারেননি হ্যারি কেইনরা। বিবর্ণ ফুটবলেও জয়ের হাসি ইংল্যান্ডের। ব্যবধান গড়ে দেয়া গোলটি করেন আর্সেনাল মিডফিল্ডার বুকায়ো সাকা। গ্যারেথ সাউথ গেটের দল ইউরোর আগে খেলবে আরো একটি প্রীতি ম্যাচ। রোববারের ম্যাচে ইংলিশদের প্রতিপক্ষ রোমানিয়া।

ইউরোর পরই জার্মানির দায়িত্ব ছাড়বেন জোয়াকিম লো। জার্মানিকে নিয়ে লোয়ের শেষ আসরের প্রস্তুতিতে ধাক্কা দিল ডেনমার্ক। পিছিয়ে পড়েও জার্মানদের রুখে দিয়েছে ডেনিশরা। গত এপ্রিলে নর্থ মেসিডোনিয়ার কাছে বিশ্বকাপ বাছাইয়ে হেরেছিল জার্মানি। হারের ব্যর্থতা পেছনে ফেলার ইঙ্গিত জার্মানরা দিয়েছিল ম্যাচে লিড নিয়ে।

৪৮তম মিনিটে দলকে এগিয়ে দেন ফ্লোরিয়ান নেহাস। ৭১ মিনিটে সমতায় ফেরে ডেনমার্ক। ইন্টার মিলান তারকা ক্রিস্টিয়ান এরিকসনের দুর্দান্ত থ্রু পাস ধরে গোল করেন ইউসুফ পোলসেন। স্কটল্যান্ডের কাছে হারতে বসা নেদারল্যান্ডসকে রক্ষা করেছেন মেমফিস ডিপাই। বার্সেলোনায় নাম লেখানোর দ্বারপ্রান্তে থাকা এই ফরোয়ার্ডের জোড়া গোলে ২-২ ব্যবধানে ড্র করেছে নেদারল্যান্ডস। জ্যাক হেনড্রির গোলে একাদশতম মিনিটে পিছিয়ে পড়ে ডাচরা।

১৭ মিনিটেই ডিপাইয়ের গোলে স্বস্তি ফেরে নেদারল্যান্ডস শিবিরে। ৬৪ মিনিটে কেভিনের গোলে আবারো লিড নেয় স্কটিশরা। ৮৯ মিনিটে ডিপাই গোল করলে হার এড়ায় নেদারল্যান্ডস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *