প্রবাসী কর্মীদের জন্য পাঁচ দেশের বিশেষ ফ্লাইট চালু করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিশেষ এই ব্যবস্থার প্রথম ফ্লাইট শনিবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ছিল। কিন্তু প্রথম দিনই ঘটল বিপত্তি। সৌদিগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এতে ভোগান্তির শিকার প্রবাসীরা বিমানবন্দরে বিক্ষোভ করছেন।
করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ করে দিয়েছে বেবিচক। তবে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও সিঙ্গাপুরে কর্মরত প্রবাসীদের কথা বিবেচনা করে বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শনিবার ভোরে সৌদি আরবের উদ্দেশে একটি ফ্লাইট ছাড়া কথা ছিল।
ফ্লাইটের মোট যাত্রী ছিলেন ৩১৪ জন। তাদের সবাই সৌদি আরবের বিভিন্ন শহরে কর্মরত প্রবাসী শ্রমিক। কিন্তু উড্ডয়নের কয়েক ঘণ্টা আগেই ফ্লাইটটি বাতিল করা হয়। বিমানবন্দরে আসার পর যাত্রীদের ফ্লাইট বাতিলের বিষয়টি অবগত করা হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৬টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। রাতে যাত্রীরা বিমানবন্দরে এলে ২টার দিকে তাদের জানানো হয়, ফ্লাইটটি বাতিল হয়েছে। এরপর থেকেই বিক্ষোভ শুরু করেন যাত্রীরা।
শাহজালাল বিমানবন্দরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, বিশেষ ফ্লাইটের জন্য বিমান যে নতুন সময়সূচি ঘোষণা করেছে, সেই সময়ে রিয়াদের বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়নি। তাই ফ্লাইটটি বাতিল করা হয়েছে।