সিরিয়া সীমান্তে একটি সুড়ঙ্গের খোঁজ পেয়ে তা ধ্বংস করে ফেলেছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সুড়ঙ্গের মধ্য দিয়ে অবৈধভাবে সিরিয়া থেকে তুরস্কে যাতায়াত করা হতো।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় হাতায়ে প্রদেশে রেয়হানলি জেলার বুকুলমেজ সীমান্তে পুলিশ স্টেশনের নির্মাণকাজ করার সময় ১০০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গটির সন্ধান পাওয়া যায়।
সিরিয়ার একটি বাড়ি থেকে গোপন এ সুড়ঙ্গপথে তুরস্কে আসার সময় ২৪ জনকে গ্রেফতার করেছে আঙ্কারা। শরণার্থীদের সঙ্গে সুড়ঙ্গপথটি দিয়ে সন্ত্রাসীদেরও যাতায়াত ছিল বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়।