করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ‘বেইলী রোড’ খ্যাত নির্মাতা মাসুদ কায়নাত মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মরহুমের ঘনিষ্ঠ বন্ধু লিটন এরশাদ। বিজ্ঞাপন নির্মাতা মাসুদ কায়নাত ২০১১ সালে ‘বেইলী রোড’ সিনেমাটি করে আলোচনায় আসেন।
এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হিরো নিলয় আলমগীরের। তার বিপরীতে অভিনয় করেন আঁচল। ‘বেইলী রোড’ ছবিতে মিলা-বাপ্পার গাওয়া ‘দেহ গেলে কি যায়’ গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ছবির মাধ্যমেই প্রথম চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন মিলা।