করোনায় মারা গেলেন নির্মাতা মাসুদ কায়নাত

করোনায় মারা গেলেন নির্মাতা মাসুদ কায়নাত

বিনোদন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ‘বেইলী রোড’ খ্যাত নির্মাতা মাসুদ কায়নাত মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়। এই নির্মাতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মরহুমের ঘনিষ্ঠ বন্ধু লিটন এরশাদ। বিজ্ঞাপন নির্মাতা মাসুদ কায়নাত ২০১১ সালে ‘বেইলী রোড’ সিনেমাটি করে আলোচনায় আসেন।

এ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় হিরো নিলয় আলমগীরের। তার বিপরীতে অভিনয় করেন  আঁচল। ‘বেইলী রোড’ ছবিতে মিলা-বাপ্পার গাওয়া ‘দেহ গেলে কি যায়’ গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এই ছবির মাধ্যমেই প্রথম চলচ্চিত্রে প্লে-ব্যাক করেন মিলা।

নির্মাতা মাসুদ কায়নাত বড় পর্দায় নতুন হলেও মিডিয়ায় বিজ্ঞাপনচিত্র নির্মাণের জন্য বেশ সুপরিচিত। এ পর্যন্ত প্রায় দুই শতাধিক বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন তিনি। এছাড়া নির্মাতা হিসেবে মাসুদ কায়নাত-ই প্রথম বাংলাদেশি যিনি হিন্দি ভাষায় বিদেশী পণ্যের বিজ্ঞাপন দেশের বাইরে নির্মাণ করে আলোচিত হন।
ছোট পর্দার একজন উপস্থাপক হিসেবেও তাকে চেনেন অনেকে। বৈশাখী টেলিভিশনে প্রচারিত আন্তর্জাতিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘লুক-থ্রো’ এবং এটিএন বাংলায় প্রচারিত টকশো ‘অন্যচোখে’-এর গ্রন্থনা ও উপস্থাপনায় তাকে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *