মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হলেন মিথিলা

বিনোদন

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতায় বিজয়ী হলেন তানজিয়া জামান মিথিলা। ৩রা এপ্রিল  রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে তার মাথায় মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। ১৬ই মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তানজিয়া জামান মিথিলা।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা এবং দ্বিতীয় রানারআপ ফারজানা আকতার এ্যানি। এ ছাড়াও বিশেষ যোগ্যতা অনুযায়ী ৫ বিভাগে মনোনীত হয়েছেন পাঁচ প্রতিযোগী। তারা হলেন মিনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা ও মিস ট্যালেন্টেড তৌহিদা তাসনিম তিফা।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’-এর গ্র্যান্ড ফিনালেতে বিচারকের আসনে ছিলেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, রিয়াজ ইসলাম ও সারা সুলেমান। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মিস ইউনিভার্স বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর শফিকুল ইসলাম এবং আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপস্থাপনা করেন কাজী সাবির।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন প্রতিযোগী। অডিশন পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মিস কালচার ওয়ার্ল্ডওয়াইড ২০১৮ প্রিয়তা ইফতেখার, ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, আইস টুডের ফ্যাশন এডিটর গৌতম সাহা এবং মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯-এর প্রথম রানারআপ আলিশা ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *