পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন : চলছে প্রথম দফায় ভোটগ্রহণ

পশ্চিমবঙ্গ ও আসামে বিধানসভা নির্বাচন : চলছে প্রথম দফায় ভোটগ্রহণ

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল সাতটা থেকে ভোট শুরু হয়। মোট ৮ দফায় চলবে এ ভোট।

প্রথম পর্বে পশ্চিমবঙ্গে ৩০ আসনে ১৯১ জন প্রার্থী লড়াই করছেন এবং আসামে ৭৭ আসনে ভোট-গ্রহণ চলছে। পশ্চিমবঙ্গের ৩০ আসনের মধ্যে পূর্ব মেদিনীপুরের ৬, পশ্চিম মেদিনীপুরের ৭, ঝাড়গ্রামের ৪ (সবগুলি), বাঁকুড়ার ৪ এবং পুরুলিয়ায় ৯টি (সবগুলি) আসন রয়েছে। মোট ভোটদাতার সংখ্যা ৭৩ লাখ ৮০ হাজার ৯৪২।

স্বাস্থ্যবিধি মেনে ভোটের ব্যবস্থা করা হয়েছে। এজন্য ভোটারদের শরীরে তাপমাত্রা পরীক্ষা করার জন্য থার্মাল স্ক্যানার বসানো হয়েছে। এছাড়াও নিরাপত্তার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ৫ জেলায় মোট ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

৩০ আসনগুলো হলো- পূর্ব মেদিনীপুরের কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, ভগবানপুর, খেজুরি, এগরা ও রামনগর। পশ্চিম মেদিনীপুরের ৬টি আসন দাঁতন, কেশিয়াড়ি, গড়বেতা, শালবনী, মেদিনীপুর ও খড়গপুর। ঝাড়গ্রাম জেলার ৪ কেন্দ্র বিনপুর, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রামে। বাঁকুড়ার ৪ আসন রায়পুর, রানিবাঁধ, ছাতনা ও শালতোড়ায়।

পুরুলিয়ার ৯টি কেন্দ্র- বাঘমুন্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা ও রঘুনাথপুরে। এদিকে পশ্চিমবঙ্গের মতো আসামেও আজ শুরু হচ্ছে প্রথম দফার ভোট। ২৬৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এদিন। ১২ জেলার ৪৭ আসনে ভোট শুরু হবে সকাল ৭টায়। চলবে ৬টা পর্যন্ত। লড়াই মূলত শাসক বিজেপি এবং কংগ্রেস-এআইইউডিএফ জোটের।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১১,৫৩৭ ভোট কেন্দ্রে নেয়া হবে ভোট। মোট ভোটার ৮১,০৯,৮১৫ জন। পুরুষ ভোটারের সংখ্যা ৪০,৭৭, ২১০ জন। মহিলা ভোটার ৪০,৩২,৪৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *