করিম বেনজেমা জাতীয় দলে সর্বশেষ খেলেছেন ২০১৫ সালে। রিয়াল মাদ্রিদের জার্সিতে গোলের পর গোল করলেও ফ্রান্স জাতীয় দলের দরজা আর খোলেনি। বেনজেমার জাতীয় দলে ডাক না পাওয়ার কারণটা অবশ্য ‘ফুটবলীয়’ নয়। ২০১৫ সালে সতীর্থ ম্যাথু ভালবুয়েনার এক স্পর্শকাতর ভিডিও পেয়ে যায় দুই ব্যক্তি।
সেই ঘটনার কেন্দ্রে না থেকেও নাম জড়িয়ে যায় বেনজেমার। ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ ওঠে বেনজেমার বিরুদ্ধে। যদিও সেই ঘটনার প্রমাণ মেলেনি এখনো। সেই থেকে জাতীয় দলের বাইরে বেনজেমা।রিয়ালের জার্সিতে দারুণ ছন্দে রয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।
২০১৫ সালে বেনজেমার সেই ঘটনা প্রমাণিত না হলেও জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যাওয়ার একটা ব্যাখ্যা অবশ্য সেই সময় দিয়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। তিনি মন্তব্য করেছিলেন, ‘অভিযোগ প্রমাণিত হোক বা না হোক, বেনজেমা থাকলে দলে অস্বস্তির সৃষ্টি হতে পারে’।