২০১৮ সালে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লীগ জিতিয়েই ক্লাব ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। একই সময় রিয়ালের কোচের পদ ছাড়েন জিনেদিন জিদানও। এই ফরাসি কিংবদন্তি অবশ্য এক মৌসুম পরই কোচের পদে ফিরে আসেন। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা গতকাল জানিয়েছে, রিয়ালে ফিরতে পারেন রোনালদো।
স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক হোসেপ পেদ্রেরোল-এর বরাত দিয়ে মার্কা আরো লিখেছে, পাঁচবারের বর্ষসেরা পর্তুগিজ সুপারস্টারের এজেন্ট হোর্হে মেন্দেজ রোনালদোর ফেরার ব্যাপারে রিয়ালের সঙ্গে আলোচনায় বসেছিলেন। রোনালদো জুভেন্টাসে যোগ দেয়ার পর তার অভাব পূরণ করতে পারেনি রিয়াল মাদ্রিদ। রোনালদোও ভুলতে পারেননি রিয়ালকে। গত মৌসুমে এল ক্ল্যাসিকো দেখেছেন সান্তিয়াগো বার্নাব্যু’য়ের গ্যালারিতে বসে।