বার্সেলোনার সভাপতি নির্বাচনে তিন প্রার্থী দিয়েছিলেন ভিন্ন তিন ঘোষণা। টনি ফ্রেইক্সা প্রতিশ্রুতি দিয়েছিলেন সময়ের সেরা দুই তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং ব্রট হালান্দকে দলে ভেড়ানোর। ভিক্তর ফন্ত বলেছিলেন, জাভি হার্নান্দেজকে কোচ করে আনার। একমাত্র হুয়ান লাপোর্তা তার নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন, ক্লাবের সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসিকে ধরে রাখতে সবকিছুই করবেন।
বার্সেলোনাকে এর আগে সাফল্য এনে দেয়া লাপোর্তাকেই আগামী ছয় বছরের জন্য সভাপতি হিসেবে বেছে নিয়েছে কাতালার ক্লাবটির সদস্যরা। রোববার হওয়া নির্বাচনে ৫৪.২৮ শতাংশ ভোট পেয়েছেন লাপোর্তা।
২০০৩ থেকে ২০১০ পর্যন্ত সভাপতি ছিলেন লাপোর্তা।
এই সময়টাতেই বার্সেলোনা কাটিয়েছে তাদের ক্লাব ইতিহাসের সেরা সময়। মেসি-জাভি-ইনিয়েস্তাদের নিয়ে গড়া অপ্রতিরোধ্য দলটাকে ২০০৯ সালে পেপ গার্দিওলা জিতিয়েছিলেন রেকর্ড ছয়টি শিরোপা।
গত বছরের আগস্টে বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি। নানা রকম টানাপোড়ন শেষে বার্সাতেই চলতি মৌসুম পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মেসি। পরে একাধিকবার মেসি বলেছেন, বার্সেলোনায় তিনি ক্যারিয়ার শেষ করতে চান। যদি নতুন সভাপতির ভবিষ্যত পরিকল্পনা তার পছন্দ হয় এবং শক্তিশালী দল গঠনের নিশ্চয়তা তাকে দেয়া হয়।