নারীরা সব জায়গায় কাজ করছে : প্রধানমন্ত্রী

নারীরা সব জায়গায় কাজ করছে : প্রধানমন্ত্রী

বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ আদালত, বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিজিবি, সশস্ত্র বাহিনীসহ সব জায়গায় নারীদের কাজের সুযোগ করে দেওয়া হয়েছে। আগে কোনো নারী ডিসি, এসপি, ইউএনও পদ পায়নি। এখন নারীরা সব জায়গায় কাজ করছে। সোমবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকার চাই, অধিকার চাই চিৎকার না করে, অধিকার আদায় করে নিতে হবে।  নিজের যোগ্যতায় আদায় করে নিতে হবে। অধিকার আদায় করে নিতে হয়, শিক্ষার মাধ্যমে অধিকতার আসে।”শেখ হাসিনা আরো বলেন, “নারীরা উৎপাদিত পণ্য নিজেরাই বাজারজাত করতে পারেন। নিজেরা বাজারজাত না করতে পারলে উৎপাদিত পণ্যের মূল্য থাকে না। সেই  ব্যবস্থা সহজ করতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী বলেন, গৃহহীনদের ঘর দেওয়ার সময় মালিকানা আমরা নারীদের নামেই করে দিচ্ছি। যেন নারীরা বঞ্চিত না হয়। তাদের উপর নির্যাতন যেন বন্ধ হয়।

সরকার প্রধান আরো বলেন, যেকোনো অর্জনের পেছনে একজন নারীর যে অবদান থাকে সেটাই সবচেয়ে বড় কথা। তাই আমাদের এই সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে চলা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *